ঢাকামঙ্গলবার, ১৩ মে ২০২৫, ৩০ বৈশাখ ১৪৩২

শ্যামলী স্কয়ারে আগুন

আরটিভি অনলাইন রিপোর্ট

রোববার, ২১ মে ২০১৭ , ১১:৫০ এএম


loading/img

রাজধানীর শ্যামলী স্কয়ার শপিং মলের আগুন লাগার ঘটনা ঘটেছে।

বিজ্ঞাপন

শনিবার সকাল ১১টার দিকে মলের ৬ তলার ফুটকোর্ট থেকে এ আগুনের সূত্রপাত হয়। পরে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট এ আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা ফরিদ উদ্দিন আরটিভি অনলাইনকে জানান, খবর পেয়ে মোহাম্মদপুর ফায়ার স্টেশন থেকে ৩টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

বিজ্ঞাপন

তিনি জানান, প্রাথমিক ভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা সম্ভব হয়নি।

ওই শপিং মলের একটি মোবাইল কোম্পানির দোকানের ব্র্যান্ড প্রমোটার শুভ বলেন, আগুন লাগার পর সবাই আতঙ্কে শপিং মল ত্যাগ করে। এখন কাউকেই ঢুকতে দেয়া হচ্ছেনা।

ওয়াই/এসএস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |